All posts by admin

এনআরবি ব্যাংক ও সেনা কল্যাণ ইনস্যুরেন্সের মধ্যে ব্যাংকসুরেন্স চুক্তি স্বাক্ষর

ব্যাংকাসুরেন্স ব্যবসার অধীনে ইন্স্যুরেন্স পলিসি বিক্রয় শুরু করার লক্ষ্যে ০৪ জুন (মঙ্গলবার), ২০২৪ এনআরবি ব্যাংক লিমিটেড এর প্রধান কার্যালয়ে “সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড” ও “এনআরবি ব্যাংক” এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

“সেনা কল্যাণ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড” এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ব্রিগেডিয়ার জেনারেল শফিক শামীম, পিএসসি (অবঃ) এবং “এনআরবি ব্যাংক” এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও (চলতি দায়িত্ব¡) মোঃ ওমর ফারুক খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি স্বাক্ষর করেছেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেনা কল্যাণ ইনস্যুরেন্স কোম্পানীর কর্পোরেট এ্যাফেয়ার্র্স বিভাগের প্রধান কর্ণেল মোঃ আবু মাসুদ, পিবিজিএম (অবঃ), হিসাব বিভাগ প্রধান মলয় কুমার সাহা, কোম্পানি সচিব এম. এম. সাজেদুল ইসলাম, এফসিএস, আইটি বিভাগ প্রধান ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাখাওয়াত হোসেন ও অভ্যন্তরীন নিরীক্ষা বিভাগ প্রধান লাসমিন আক্তার এবং এনআরবি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাহীন হাওলাদার, রিটেল ব্যাংকিং বিভাগের প্রধান এবং চিফ ব্যাংকাসুরেন্স অফিসার ওলি আহাদ চৌধুরী, ব্যাংকাসুরেন্স ম্যানেজার মোঃ আরিফুজ্জামানসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা।

সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটের ও ট্রাষ্ট ব্যাংক মধ্যে ব্যাংকাসুরেন্স চুক্তি স্বাক্ষর

ব্যাংকাসুরেন্স ব্যবসার অধীনে ইন্স্যুরেন্স পলিসি বিক্রয় শুরু করার লক্ষ্যে ২৭ মে (সোমবার) ট্রাষ্ট ব্যাংক লিমিটেড এর প্রধান কার্যালয়ে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডট্রাষ্ট ব্যাংক এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ব্যাংক এবং বীমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) কর্তৃক জারিকৃত ব্যাংকাসুরেন্স নির্দেশিকার আলোকে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর ইস্যুকৃত বীমা পলিসি ট্রাষ্ট ব্যাংক তার সকল গ্রাহকদের নিকট বিক্রয় করতে পারবে ।

উক্ত অনুষ্ঠানে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মোঃ শফিক শামীম এবং ট্রাষ্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) আহসান জামান চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এছাড়াও উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালিত

স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩ সেনা কল্যাণ ইন্সুরেন্স কোম্পানির প্রধান কার্যালয়ে যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করা হয়। দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন ও দোয়ার আয়োজন করা হয় । এ সময় ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত বঙ্গবন্ধুসহ তার পরিবারের সকলের আত্মার মাগফেরাত কামনাসহ দেশ ও দেশবাসীর জন্য দোয়া করা হয় ।

সেনা কল্যাণ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ও আদর্শ প্রাণী সেবা লিমিটেড এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

গত ০৯ এপ্রিল ২০২৩, সেনা কল্যাণ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ও আদর্শ প্রাণী সেবা লিমিটেড এর মধ্যে গবাদি পশু পালনে ঝুঁকি নিরসন ও খামারিদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে একটি সমঝোতা চুক্তি সম্পাদিত হয় । উক্ত অনুষ্ঠানে সেনা কল্যাণ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড এর পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন কোম্পানিটির মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শফিক শামীম, পিএসসি (অব.) এবং আদর্শ প্রাণীর সেবার পক্ষে স্বাক্ষর করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা ফিদা হক । উক্ত অনুষ্ঠানে উভয় কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তা ও পরিচালকগন উপস্থিত ছিলেন ।

টিফিনের ফাঁকে সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালকের সাথে কিছুক্ষন… | অর্থনীতির ৩০ দিন | তথ্যবহুল অর্থনীতির নতুন দিগন্ত

সম্পাদক প্রকাশক : অর্থনীতির ৩০ দিন

ব্রিগেডিয়ার জেনারেল শফিক শামীম, পিএসসি (অব.),:  সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর/সিইও। * সেনাবাহিনীতে ২৭ বছর কমিশনপ্রাপ্ত চাকুরি করার পর, তিনি ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে অবসর গ্রহণ করেন। ব্রিগেডিয়ার জেনারেল শফিক শামীম একজন পদাতিক ব্রিগেড, এবং একটি পদাতিক ব্যাটালিয়নের নেতৃত্ব দেন। সেনাবাহিনী ও ডিভিশন সদর দফতরে গুরুত্বপূর্র্ণ স্টাফ ছাড়াও ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ, মিরপুর, ঢাকা সহ সেনাবাহিনীর উল্লেখযোগ্য প্রশিক্ষণ ও গবেষণা প্রতিষ্ঠানে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। পশ্চিম আফ্রিকায় জাতিসংঘের সিনিয়র সামরিক উপদেষ্টা নিয়োগ সহ মোজাম্বিক, লাইবেরিয়া এবং পশ্চিম আফ্রিকায় জাতিসংঘের সাথে তিনি দীর্ঘদিন সফল ভাবে দায়িত্ব পালন করেছেন।
তিনি ০১ আগস্ট ২০১৩-এ সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং হেড অফ অপারেশনস্ হিসেবে যোগদান করেন। উপযুক্ত কর্মকৌশল এবং যোগ্যতার ধারাবাহিকতায় ১০ মার্চ ২০১৭ তারিখে ব্যবস্থাপনা পরিচালক এবং সিইওর দায়িত্ব গ্রহণ করেন। বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি থেকে সার্টিফিকেট এবং স্নাতকোত্তর ডিপ্লোমাসহ যুক্তরাজ্যের চার্টার্ড ইন্স্যুরেন্স ইনস্টিটিউট থেকে এইআইআই (AEII) সার্টিফিকেট সহ নন-লাইফ ইন্স্যুরেন্সের প্রয়োজনীয় যোগ্যতা অর্জন করেছেন।
তিনি কর্মীদের অনুপ্রেরণা এবং সিদ্ধান্ত গ্রহণ এবং লক্ষ্য নির্ধারণ উভয় ক্ষেত্রেই জড়িত থাকার মাধ্যমে আধুনিক নেতৃত্ব পদ্ধতির প্রয়োগে পারদর্শী। মালয়েশিয়া থেকে ব্যাংক অ্যাসুরেন্স এবং এভিয়েশন ইন্স্যুরেন্সের উপর তার বিশেষ প্রশিক্ষণ রয়েছে। তিনি তার চিত্তাকর্ষক কৌশল এবং বীমা খাতের প্রতি দৃষ্টিভঙ্গি দিয়ে সাফল্য অর্জন করেছেন।
এগুলো ছাড়াও ব্রিগেডিয়ার জেনারেল শফিক শামীম তার সামাজিক দায়িত্ব পালনে উৎসাহী। তিনি কুর্মিটোলা গল্ফ ক্লাব, আর্মি গল্ফ ক্লাব, সাভার, ময়নামতি গল্ফ এবং কান্ট্রি ক্লাব, ঢাকা ক্লাব, ক্যাডেট কলেজ ক্লাবের সদস্য। 
বিস্তারিত